বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুনর্ভবার বুকে আলু চাষ

দিনাজপুর প্রতিনিধি

পুনর্ভবার বুকে আলু চাষ

পুনর্ভবা নদীতে চাষ করা আলু খেত —বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের এক সময়ের প্রমত্তা পুনর্ভবা নদীর বুকে এখন চলছে আলু চাষ। বর্ষা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে চর। কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় পুনর্ভবা নদীর উপর সেতুর নিচে আলু চাষ করছেন কৃষকেরা।

জানা যায়, দিনাজপুরের উপর দিয়ে প্রবাহিত এক সময়ের প্রমত্তা পূণর্ভবা, করতোয়া, আত্রাই, ঢেপা, তুলাই, কাঁকড়া, ইছামতি, তুলসী গংগা, গর্ভেশ্বরীসহ কয়েকটি নদী কালের বির্বতনে ও সংস্কারের অভাবে মরাখালে পরিণত হয়েছে। এসব নদীর বুকে বিভিন্ন স্থানে চলছে আলুসহ বিভিন্ন ফসলের চাষ। উল্লেখ্য, দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ১৯টি নদীর দৈর্ঘ্য ৭২৪ কিলোমিটার। নদীগুলোর উৎসস্থল হিমালয় পর্বত। প্রতি বছর শুকনো মৌসুমে নদীগুলো শুকিয়ে যাওয়ায় হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর