বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিরীহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অত্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল বেলা ১১টায় রাঙামাটি সংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের প্রধান মো. হাবিবুর রহমান। এ সময় পরিবারের সদস্য বেবী আক্তার, ফাতেমা বেগম ও শাহীন আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান অভিযোগে বলেন, শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনি এলাকায় তাদের ভূমি দখলের চেষ্টায় স্থানীয় মাদক ব্যবসায়ী ইসহাক, রুবেল টিটু, বাপ্পি ও রফিক দীর্ঘ দিন ধরে তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে। তারা এর প্রতিবাদ করলে ১৫ ডিসেম্বের রাতে ওই সন্ত্রাসীরা মনির ডিলারে ছেলে সালাউদ্দিন পূর্ব পরিকল্পনা অনুসারে লাঠিসোঁটা দা, কিরিচ, লোহার রড দিয়ে হামলায় চালায়। তিনি আরও বলেন, এ হামলায় আমার মেয়ে শাহিন আক্তার ও বেবী আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে গেলে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা নিতে চায়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনি অবিলম্বে প্রশাসনের কাছে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারসহ বিচার দাবি করেন।

সর্বশেষ খবর