শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

৬ ক্লিনিককে ২১ লাখ টাকা জরিমানা, আটক ৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের চরপাড়া এলাকায় বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে অনিয়মের অভিযোগে ২১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান চলে। ময়মনসিংহ র‌্যাব-১৪’র মেজর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে ক্লিনিক-হাসপাতালের মালিক, কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে র‌্যাব লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা র‌্যাবকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এ সময় র‌্যাব দু’জনকে আটক করে। আটকরা হলেন— স্বাস্থ্যসেবা ক্লিনিকের কর্মচারী আরমান ও অজ্ঞাত একজন। পরে রাত ১১ টার দিকে চরপাড়া এলাকা থেকে ময়মনসিংহ ক্লিনিক-ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হরিশঙ্কর দাশকে আটক করে র‌্যাব। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়— রক্ত, হরমোন টেস্টের মেশিনে মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে ল্যাব এইড হাসপাতালকে ৬ লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ ক্যামিকেল রিএজেন্ট, ক্লিনিক্যাল বর্জ্য ল্যাবের ভেতরে থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ লাখ টাকা, আমদানি নিষিদ্ধ ওষুধ রাখা, ফার্মাসিস্ট না থাকাসহ বিভিন্ন অভিযোগে পপুলার ফার্মেসিকে ৭৫ হাজার টাকা, পাশের পিপলস ফার্মেসিকে ৫০ হাজার টাকা, ল্যাবরেটরি না থাকা, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশের কারণে পিউর ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা, রিএজেন্ট ফ্রিজে না রেখে বাইরে রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সেফওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ দুটি রিএজেন্ট পাওয়ার অভিযোগে প্রান্ত প্রাইভেট হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর