বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লায় উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের হুমকির মামলায় কুমিল্লার মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের করিমাবাদ গ্রামে ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ বন্ধ করে দেন ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। খবর পেয়ে গত সোমবার ওই ব্রিজ পরিদর্শনে যান ইউএনও শাহিনা আক্তার সুমী ও অন্য কর্মকর্তারা। এ সময় ভাইস চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে ইউএনওসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী অনিল সিংহ থানায় মামলা করেন।

সেনবাগ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত : নোয়াখালী প্রতিনিধি জানান, সেনবাগ উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা শাখা-২ এর উপসচিব লুত্ফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছায়। ইউএনও শারমিন আলম জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর