শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিষমুক্ত সবজি সরবরাহ করছে বিএফএফ

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

বিষমুক্ত সবজি সরবরাহ করছে বিএফএফ

ফরিদপুরের মানুষকে কীটনাশকমুক্ত সবজি সরবরাহ করছে বে-সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)। শহরবাসীকে বিষমুক্ত শাক-সবজি সরবরাহের লক্ষ্যে বিএফএফ’র নিজ উদ্যোগে চরাঞ্চলের কৃষক-কৃষাণীদের যৌথ খামার থেকে এ সবজি সরবরাহ করছে। শহরের দক্ষিণ আলিপুর এলাকায় অবস্থিত বিএফএফ কার্যালয়ে সপ্তাহে দুদিন নানা জাতের শাক-সবজি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। চরাঞ্চলের কীটনাশকমুক্ত সবজির চাহিদা ব্যাপক বলে জানিয়েছেন কৃষকেরা। তাদের উৎপাদিত সবজি শহরবাসীর মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ বিষয়ে বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির জানান, চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে এবং মানুষকে কীটনাশকমুক্ত সবজি পাওয়ার বিষয়টিকে মাথায় রেখে তার এই উদ্যোগ। আগামীতে চরাঞ্চলের নারীদের আগ্রহী করে তোলা হবে বিষমুক্ত সবজি চাষে। তাদের সব ধরনের সহযোগিতা করবে বিএফএফ।

সর্বশেষ খবর