শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ায় বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঝাড়বাড়ী কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নে ঝাড়বাড়ী চৌরাস্তার মোড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্র ফিসহ এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ দুই  হাজার ২৭৫ টাকা ফি নেওয়ার নিয়ম। অথচ প্রত্যেক পরীক্ষার্থীর কাছে ৩ হাজার  থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন। ওই কলেজের বিজ্ঞান বিভাগে ছাত্র সাহিদার রহমান সাগর বলেন, আগামী কয়েক মাসের খাবারের জন্য রাখা ধান বিক্রি করে ফরম পূরণ করতে হবে।

মানবিক বিভাগের ছাত্র মো. আলমগীর হোসেন বলেন, আমার বাবা মার কাছে কোনো টাকা নেই। এত টাকা কীভাবে দেব। এখন সুদের ওপরে টাকা নিয়ে ফরম পূরণ করতে হবে। ময়নুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, আমি অমন্যর দোকানে কাজ করে খাই ৩ হাজার টাকা আমি কীভাবে দেব। এবার হয়ত আমার মেয়ে পরীক্ষা দিতে পারবে না।  এ ব্যাপারে ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার  হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর