শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো সুযোগ নেই

ওলামা লীগের কেন্দ ীয় কমিটির সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী বলেছেন ইসলাম শান্তির ধর্ম, ধর্মকে অপব্যাখ্যা করে বাংলাদেশে জঙ্গী ও সন্ত্রাসবাদের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার  রাতে উপজেলার তারাব এলাকায় ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করেছেন। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোট হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রিয়াজ বিন হেলালী, আটরশী পীরের মুরিদ আতাউর রহমান ভূঁইয়াসহ অনেকে।

—রূপগঞ্জ প্রতিনিধি

শতবর্ষ পূর্তি উৎসব

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পটুয়াখালী জেলা শহরের অন্যতম বিদ্যাপীঠ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর শতবর্ষ পূর্তি উৎসব। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে দুই ুদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী ও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। শতবর্ষের এ মিলন মেলায় ১৯৬১ থেকে শুরু করে সব ব্যাচের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

—পটুয়াখালী প্রতিনিধি

ভোলায় সাংবাদিকদের কর্মশালা

তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভোলায় ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে শিশুশ্রম ইস্যুতে সংবাদ পরিবেশনের কৌশল বিষয়ক তিনদিনের কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে ভোলা সার্কিট হাউসের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, এম হাবিবুর রহমান, আবু তাহের। কর্মশালায় ২০ জন  সংবাদকর্মী অংশ নিয়েছেন।

—ভোলা প্রতিনিধি

বরগুনা প্রেসক্লাবের ৩৮ বছর

বরগুনা প্রেসক্লাবের ৩৮ বছরে পদার্পণ ও বার্ষিক সম্মেলন উপলক্ষে জেলা সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃৃহস্পতিবার স্থানীয় হোটেল বে-অব-বেঙ্গল মিলনায়তনে এ সম্মেলন হয়। জেলার অর্ধশতাধিক সাংবাদিক সমাবেশে অংশ নেন। মো. হাসানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, অ্যাডভেকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, জেলা প্রশাসক ড. মুহা বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক, সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন, পৌরমেয়র মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাসহ বিভিন্ন শ্রেণি পেশার স্থানীয় নেতারা।

—বরগুনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর