শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টঙ্গীতে চার হাজার শ্রমিকের আবাসন

আফজাল, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গী মুদাফা ভাদাম এলাকায় এনোনটেক্স গ্রুপের স্পিনিং মিল ও পোশাক কারখানার প্রায় চার হাজার শ্রমিকের আবাসনের ব্যবস্থা করলেন কারখানা মালিক। কারখানার পাশেই নির্মিত বহুতল ভবনে বসবাস করে চাকরি করছেন এসব শ্রমিক। বিনা মূল্যে বসবাসের পাশাপাশি নামমাত্র মূল্যে খাবারের ব্যবস্থাও করেছে কর্তপক্ষ। এমন উদ্যেঅগ এনোনটেক্স গ্রুপই নিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে শ্রমিক আসমা, রাহিমা, মুক্তা বলেন আমরা এর আগে অন্য কারখাানায় চাকরি করেছি; কিন্তু এই কারখানার মতো এত সুযোগ-সুবিধা আর কোথাও পাইনি। আমরা মালিকের জন্য দোয়া করি। কারখানার নির্বাহী পরিচালক কবির আহম্মেদ বলেন, আমাদের মালিক সব সময় শ্রমিকের পক্ষে কাজ করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইউনুস বাদল বলেন, শ্রমিক বাঁচলে আমি বাঁচব। সেই দৃষ্টিকোণ থেকেই থাকা-খাওয়া, বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা শ্রমিকদের দিয়ে আসছি। আগামীতে আরও কিছু করার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর