মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বগুড়ায় খুন হয়েছেন সেলুন শ্রমিক। আখাউড়ায় উদ্ধার করা হয়েছে লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর—চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড় ভাইকে মারধরের সংবাদ শুনে তাকে বাঁচাতে গিয়ে হূদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার দাবি করেছে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইকেও মারপিট করায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ত্রিমোহনী বাজার এলাকায়। জানা গেছে, রবিবার রাতে গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মণ্ডলের সমর্থকরা নয়াদিয়াড়ী ত্রিমোহনী বাজার এলাকার আয়েশ উদ্দিন মণ্ডলের ছেলে গুলজারকে (৪৫) মারধর করছিল। এই সংবাদ শুনে তার ছোট ভাই কামাল (৪২) বড় ভাইকে বাঁচাতে এলে তাকেও মারপিট করা হয়। এ সময় তিনি হূদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। এদিকে এ ঘটনায় আহত গুলজারকে উন্নত চিকিত্সার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বগুড়া : বগুড়ার শিবগঞ্জে সেলুন শ্রমিক মো. শাহীনকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের মাদ্রাসা গেটের সামনে দুর্বৃত্তরা শাহীনকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। নব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল দুপুরে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে— তার মাথা দিয়ে রক্ত ঝরছিল। লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর