বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফুলবাড়ীতে ঘোড়দৌড় দাঁড়িয়াবাধা ঠুস খেলা

ফুলবাড়ী প্রতিনিধি

ফুলবাড়ীতে ঘোড়দৌড় দাঁড়িয়াবাধা ঠুস খেলা

ফুলবাড়ীতে ঘোড়দৌড় (উপরে) ও দাঁড়িয়াবাধা ঠুস খেলা —বাংলাদেশ প্রতিদিন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোড়দৌড় এবং গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া খেলা দাঁড়িয়াবাধা, ঠুস খেলা প্রতিযোগিতার সমাপনী দিনে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রতিযোগিতার নির্মল আনন্দে উপচে পড়ে মানুষ। মায়ের কোলে বসে অথবা বাবার ঘাড়ে বসে বাঁধ ভাঙা আনন্দে যোগ দিয়েছিলেন হাজার হাজার শিশু, তরুণসহ বয়োজ্যেষ্ঠরা। রাস্তার দু’ধার থেকে শুরু করে বিস্তীর্ণ ফসলের মাঠ একেবারে  জনমানুষে পরিপূর্ণ। তিল ধারণের ঠাঁই নেই। তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষে মঙ্গলবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। ফসলের মাঠে অস্থায়ী মঞ্চে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও দেবেন্দ নাথ উরাঁও। উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, ক্রীড়া ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা সুরত জামাল, যুবলীগ নেতা আবুবক্কর সিদ্দিক মিলন প্রমুখ। ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী কাশেম কবিরাজকে একটি গরু, দ্বিতীয় স্থান অধিকারী হাশেম আলীকে ছাগল এবং তৃতীয় স্থান অধিকারী সাধন দাসকে অ্যানড্রোয়েট মোবাইল ফোন  প্রদান করা হয়। অন্যদিকে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আজিজার মাস্টারের দলকে ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় স্থান অধিকারী কবিদুল ইসলামের দলকে ১৪ ইঞ্চি সাদাকালো টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী সহির উদ্দিনের দলকে মোবাইল ফোন প্রদান করা হয়। এ ছাড়া অংশ গ্রহণকারী প্রতিটি ঘোড়ার মালিক ও দাঁড়িয়াবাধা দলকে  যাতায়াত বাবদ নগদ টাকাসহ সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ খবর