বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়

জাতীয়করণ তালিকায় অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

ফের জাতীয়করণ তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে গতকাল দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষকরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, জাতীয়করণের তালিকায় ২৮৭টি কলেজের মধ্যে বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় ৫৫ নম্বরে ছিল। কিন্তু অদৃশ্য কারণে বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের নাম কেটে সেখানে খাজুরা এলাকার শহীদ সিরাজউদ্দিন হোসেন মহাবিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষকরা বলেন, শহীদ সিরাজউদ্দিন হোসেন মহাবিদ্যালয় বাঘারপাড়া উপজেলা সদর হতে ২০ কিলোমিটার দূরে। এই মহাবিদ্যালয় জাতীয়করণ হলে তা বাঘারপাড়া সদরের ৯৫ ভাগ মানুষের কোনো কল্যাণে আসবে না। শিক্ষকরা বলেন, যেহেতু খাজুরার মহাবিদ্যালয়টি শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের নামে, তাই এই মহাবিদ্যালয়টিকে জাতীয়করণের পাশাপাশি বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়টিকেও জাতীয়করণ করা হোক। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষকরা।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল মতিন, উপাধ্যক্ষ জাকির হোসেন, সহকারী অধ্যাপক সুকুমার দাস, প্রভাষক রোজলীন এহসান, শহীদুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর