বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চর্যাপদ প্রকাশের শতবর্ষ পূর্তিতে সখীপুরে উৎসব

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ প্রকাশের শতবর্ষ পূর্তিতে টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এ মেলা চলবে। এ উপলক্ষে গতকাল সকালে পৌরসভার কয়েকটি সড়কে বর্ণাঢ্য সাজে বিশাল এক শোভাযাত্রা বের করে উপজেলার চর‌্যাসহজিয়া গ্রন্থিক দল।

অংশ নেন চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মু. ছবুর রেজা, নাট্যজন আলী হাসান, গবেষক এমরান হাসানসহ সাংস্কৃতিক ব্যক্তিরা। এ উপলক্ষে গতকাল বিকালে স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আলী হাসান। আজ উপজেলা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম। উৎসবে চর্যাপদের ওপর সংগীত, নৃৃত্য ও সেমিনার হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তিনি আরও বলেন, ইতিহাসের দায় মুক্তি থেকেই চর্যাপদ প্রকাশের শতবর্ষ পূর্তি উৎসব পালন করা হচ্ছে।

সর্বশেষ খবর