বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

শতভাগ ভোট পেয়ে বিজয়ী

জেলা পরিষদ নির্বাচনে বাউফল প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান বাউফল উপজেলার ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ ছাড়া তিনি বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বিজয়ী প্রার্থী মো. হারুন অর রশিদ  খানের প্রাপ্ত ভোট ৬৫। তার প্রতিদ্বন্দ্বী  প্রার্থী কোনো ভোট পাননি। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। ধামরাই : বুধবার ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ধামরাইয়ে তিনটি পদে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে স্থানীয় এমপি এমএ মালেকের সমর্থিত প্রার্থী ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি হাজী মাহতাব আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নাসিমা আক্তার নির্বাচিত হয়েছেন। — প্রতিদিন ডেস্ক

হামলার প্রতিবাদে সভা

গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ ীয় কমিটির সহ-সভাপতি মোখলেছুর রহমান, অর্থসম্পাদক মোরশেদুল আলম সোহাগ  ও সাংগঠনিক সম্পাদক-১ সেলিম মিয়ার ওপর ২৬ ডিসেম্বর হামলার ঘটনায় প্রতিবাদ সভা হয়েছে। বুধবার সংগঠনটির নারায়ণগঞ্জ শাখার নেতারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সভা করেন। সভাপতিত্ব করেন জেলার সভাপতি খন্দকার হাসিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহম্মেদ বাবুল। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অনিল কুমার বিশ্বাস, নারায়ণগঞ্জ গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএম হুমায়ুন কবীর, সহসভাপতি ইউসুফ আলী হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

ক্যাপ মেলা অনুষ্ঠিত

ফরিদপুরের অনুন্নত এলাকাসমূহের বাসিন্দাদের নিয়ে গঠিত কমিউনিটি অ্যাকশন প্লান (ক্যাপ) মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে বক্তৃতা করেন— শাহাজাহান মিয়া, এএসএম আলী আহসান, অধ্যাপক শাহজাহান, বেলায়েত হোসেন। —ফরিদপুর প্রতিনিধি

প্রতিবাদ করায় পিটুনি

ময়মনসিংহের ভালুকায় এরশাদ নামে এক যুবককে পিটিয়েছে সন্ত্রাসীরা। উপজেলার ভরাডোবা গ্রামের ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে চাকরি না দেওয়ার প্রতিবাদ করায় এরশাদকে উপজেলার ভরাডোবা গ্রামের স্থানীয় সন্ত্রাসী আলাল উদ্দিন আল আজাদ ও তার সহযোগীরা পিটিয়ে আহত করেছে। —ভালুকা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর