শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঝিনাইদহে জুয়া বন্ধের নির্দেশ আদালতের

ঝিনাইদহ প্রতিনিধি

জেলার বিভিন্ন স্থানে মেলার নামে প্রকাশ্যে চলা জুয়ার আসর বন্ধের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহের একটি আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মিস কেস নং ১/১৫ মামলার পরিপ্রেক্ষিতে গতকাল এই আদেশ দেন। ব্যবস্থা গ্রহণের জন্য তাত্ক্ষণিকভাবে আদেশের কপি ঝিনাইদহের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আদেশে বলা হয়েছে, ঝিনাইদহ শহরের নিউ একাডেমি স্কুলমাঠ, শৈলকুপার বসস্তপুর, ভাটই বাজার, হরিণাকুণ্ডু ও মহেশপুরে জুয়ার আসর বসানো হয়েছে। প্রকাশ্যে স্থানে জুয়ার আসর বসানো দণ্ডনীয় অপরাধ। এতে তরুণ সমাজসহ নানা শ্রেণির মানুষ আসক্ত হয়ে পড়ছে। আইনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অবক্ষয় ঘটছে। হাউজি জুয়া বন্ধের দাবিতে একাট্টা শিবগঞ্জের যুবকরা : নিজস্ব প্রতিবেদক, বগুড়া—জানান, বগুড়া শিবগঞ্জে হাউজি ও জুয়ার আসর বন্ধের দাবিতে ফুঁসে ওঠেছে যুব সমাজ। ২৪ ঘণ্টার মধ্যে অনৈতিক এ কর্মকাণ্ড বন্ধ না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে উপজেলা যুবলীগ। গতকাল হাউজি ও জুয়া বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। এছাড়া বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবসংহতি। থানা মোড়ে এ সমাবেশ বক্তব্য রাখেন এরফান আলী, হুসাইন শরিফ সঞ্চয়, নজরুল ইসলাম বাসু প্রমুখ। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবদুস ছাত্তার জানান, আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। এ সময় জুয়া-হাউজি যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটাবে।

সর্বশেষ খবর