শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হাসপাতালে স্যালাইন সংকট

আমতলী প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, সিভিল সার্জন অফিস থেকে সরবরাহ করা স্যালাইন  প্রয়োজনের চেয়ে অপ্রতুল। বৃহস্পতিবার সকালে আমতলী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, কয়েক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের সহকারী চিকিৎসক নিখিল চন্দ্র জানান, আবহাওয়াজনিত কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, হাসপাতাল থেকে এক ব্যাগ আইভি স্যালাইনের বেশি দিচ্ছে না। বাইরে থেকে স্যালাইন কিনে খাওয়াতে হচ্ছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এমএ মতিন বলেন— রোটা ভাইরাসের কারণে শিশুদের ডায়রিয়া বেড়ে গেছে। সিভিল সার্জন অফিস থেকে চাহিদানুযায়ী স্যালাইন পাওয়া যাচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর