শিরোনাম
শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আটজন। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার বেদগ্রামে গতকাল ট্রাকচাপায় নাদিরা খাতুন নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। নাদিরা কোটালীপাড়ার হিজলবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এদিকে কাশিয়ানী চাপ্তা মাদ্রাসা বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেছে এক পথচারীর। নিহত আব্দুল খালেক কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের আহাদ কাজীর ছেলে।

শেরপুর : ঝিনাইগাতি উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুপুরে ঝিনাইগাতি বাজারের ধানহাটিতে ট্রাকচাপায় মারা যান ফুলেছা বেগম নামে এক বৃদ্ধা। আর দুপুরে কামারপাড়া নতুন সড়ক এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন আহাম্মেদ শরীফ নামে এক যুবক। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে আশরাফুল হোসেন  নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই শিশুর মা ও মাইক্রোচালকসহ একই পরিবারের ছয়জন। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আশরাফুল চট্টগ্রামের সীতাকুণ্ডের ঈদলপুরের হাসান আলীর ছেলে। সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলায় গতকাল সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তেলবাহী ট্যাংকলরীর সংঘর্ষে অটোচালক আব্দুল হামিদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। নিহত হামিদের বাড়ি পাবনার সাঁথিয়ায়। টাঙ্গাইল : সদর উপজেলার শিবপুরে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। লাশটি সদর হাসপাতালে রাখা হয়েছে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় গতকাল বাসের নিচে চাপা পড়ে রাজিব মাতুব্বর নামে এক মোটরসাইকেল আরোহী যুবকরে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী। রাজিব উপজেলার চান্দ্রা গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর