শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিদ্যালয়ের প্রীতি ভোজে বৈষম্য

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে গতকাল। প্রীতিভোজে ব্যবস্থাপনা ও খাদ্য সরবরাহ নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, ছাত্রীদের নিম্নমানের চালের ভাত দেওয়া হয়েছে। খাসির মাংস, দই, মিস্টি খাবারের তালিকায় থাকলেও তা ছাত্রীদের পাতে পড়েনি। লোভনীয় এ সব খাবার পরিবেশন করা হয়েছে আমন্ত্রিত অতিথিসহ শিক্ষকদের। নবম শ্রেণির এক ছাত্রীর ভাষ্য, ‘শিক্ষরা পিতৃতুল্য। পিতা কিভাবে তার মেয়েদের নিম্নমানের খাবার দিয়ে তারা অতিথি নিয়ে নানা সুস্বাদু খাবার খান। যাদের টাকায় প্রীতিভোজের আয়োজন তারাই কেন বঞ্চনার শিকার। এক ছাত্রীর বাবা বলেন, ‘উন্নত খাবারের কথা বলে ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। কিন্তু শুধু এক টুকরো মুরগির মাংস দিয়ে খাবার দেওয়া হয়েছে তাদের। তিনি আরো বলেন— ‘সেখানে আমারও দাওয়াত ছিল। আমি পেলাম রাজকীয় ভোজ; অথচ আমার মেয়েরা কি দোষ করলো।’

সর্বশেষ খবর