শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ব্যক্তি অর্থে স্কুলের দ্বিতল ভবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মেয়েদের শিক্ষার প্রসারে গড়ে উঠেছিল গাড়ামাসী-জিধুরী জেএস বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়েছেন সিরাজগঞ্জ বিএনপির সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গতকাল তিনি এ ঘোষণা দেন।

রাকিবুল করিম জানান, ইতোমধ্যে তিনি তার নিজস্ব অর্থায়নে ২২ লক্ষাধিক টাকা ব্যয়ে দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে চেয়ার-বেঞ্চসহ সার্বিক উন্নয়ন কাজ সম্পন্ন করে ‘গাড়ামাসী-জিধুরী জেএস বালিকা বিদ্যালয়’কে বেলকুচির মধ্যে অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তৃতা করেন— আফসানা ফয়েজ নিশি, সাইদুল আলম, আব্দুল মতিন প্রামাণিক, আব্দুর রাজ্জাক মণ্ডল প্রমুখ। প্রধান শিক্ষক জানান, নন-এমপিও প্রতিষ্ঠানটিতে শুরু থেকে জরাজীর্ণ টিনশেড ভবনে ক্লাস চলছে। আট শতাধিক ছাত্রী লেখাপড়া করছে এখানে। রাকিবুল করিম স্কুলের উন্নয়নের দায়িত্ব নেওয়ায় ছাত্রী-শিক্ষক ও অভিভাবকরা আশার আলো দেখছেন।

সর্বশেষ খবর