শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ধামইরহাটে পেট্রল পাম্প বিস্ফোরণ আহত ৮

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ফিলিং স্টেশন নামের একটি তেলের পাম্পের ট্যাংকি বিস্ফোরণে আটজন মারাত্মক আহত হয়েছেন। গত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তেলের পাম্পে অবস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাংক-লরি থেকে পেট্রল ফিলিং স্টেশনের ট্যাংকিতে পাইপ দিয়ে আনলোড করার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ন্যাশনাল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আকতার হোসেনের ছেলে মাসুম পারভেজ, কর্মচারী শিবচরণ, বাস ড্রাইভার বাবু, বাসের সুপারভাইজার পান্না, শিমুল, সাইফুল, ইসরাফিল ও তওহিদ মারাত্মক আহত হন। তাদের মধ্যে মাসুম পারভেজ, বাবু ও পান্নার অবস্থা আশঙ্কাজনক। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।

এলাকাবাসী তত্ক্ষণাৎ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মাসুম পারভেজ, বাবু ও পান্নাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী কমিশনার ভূমি মাগফুরুল হাসান আব্বাসী ও ধামইরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) ছানোয়ার হোসেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের খোঁজখবর নেন। বর্তমানে পেট্রল পাম্পের কার্যক্রম বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর