শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গাইবান্ধায় শিশু হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় ৬ বছরের শিশু তাহসিন ওরফে অর্ণবকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তিন যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল আসামিদের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বিল্লু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ, একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে পাভেল মিয়া ও একই গ্রামের রুবেল মিয়া। আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন জানান, ২০১০ সালের ২৭ জুলাই তাহসিন সদর উপজেলার খামার পীরগাছা গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকালে আসামি জাহিদ, পাভেল ও রুবেল তাহসিনকে অপহরণ করে। পরে তাহসিনের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে তাহসিনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ডোবার পানিতে পাটের নিচে লুকিয়ে রাখে।

সর্বশেষ খবর