সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্যানালের বাঁধ ভেঙে ডুবে গেছে হাজার বিঘা জমির ফসল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ক্যানালের বাঁধ ভেঙে ডুবে গেছে হাজার বিঘা জমির ফসল

ভাঙা বাঁধের পাশে বিষণ্ন কৃষক —বাংলাদেশ প্রতিদিন

চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজমা গ্রামে জিকে (গঙ্গা-কপোতাক্ষ) ক্যানালের বাঁধ ভেঙে প্রায় এক হাজার বিঘা জমির ফসল পানির নিচে চলে গেছে। এতে কয়েক কোটি টাকার ফসলের ক্ষতি হবে বলে দাবি কৃষকের। দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কার না করলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসী।

মহাম্মদজমা গ্রামের মনিরুল ইসলাম জানান, ঈদগা পাড়া ঘেঁষে যাওয়া জিকে ক্যানালে পানি ছাড়া হয় গত শুক্রবার রাতে। শনিবার সকালে গ্রামের লোকজন বাঁধের একটি ছিদ্র দিয়ে পানি বের হতে দেখেন। ছিদ্রটি বন্ধ করার আগেই বাঁধের ওই অংশ ভেঙে যায়। গ্রামবাসীর ভাষ্য, বাঁধ ভেঙে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গ্রামের মাঠের একাংশ ডুবে যেতে থাকে। কৃষকরা জানান, বাঁধ ভাঙা পানিতে একের পর এক জমি প্লাবিত হওয়ায় লোকজন গ্রামের অদূরের স্লুইস গেটটি বন্ধ করে দেন। এতে পানিপ্রবাহ কিছুটা কম হয়। স্থানীয় কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান জানান, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা বাঁধ মেরামতে তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সর্বশেষ খবর