সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্রীড়ানুষ্ঠান বর্জন পুরস্কার ভাঙচুর

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

শ্রীপুর প্রতিনিধি

প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে পুরস্কার ভাঙচুর ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠান বর্জন করেছে শিক্ষার্থীরা। ঘোষণা দিয়েছে সোমবার ক্লাস বর্জনের। গাজীপুরের শ্রীপুর উপজেলার হয়দেবপুর ডা. কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরস্কার ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে ছাত্র-ছাত্রীর। প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন ও দাওয়াতপত্র তৈরি করা হয়। প্রেস থেকে ছাপানোর পর তা দেখানোর জন্য ২৫ জানুয়ারি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল তুষারের বাড়ি যান। দাওয়াতপত্রে ভুলবশত এক পৃষ্ঠার নামের তালিকা অপর পৃষ্ঠায় ছাপা হয়। সেটি দেখার পর সভাপতি উত্তেজিত হন। একপর্যায়ে তার ভাই মোস্তাক কামাল তাকে চর-থাপ্পড় মারেন। মুজিবুর রহমান বলেন, ঘটনার পরদিন বিদ্যালয় মাঠে ২৮টি ইভেন্টের বেশিরভাগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা এতে অংশও নেন। শনিবার বাকি ইভেন্ট সম্পন্ন হওয়ার পর পুরস্কার বিতরণের কথা ছিল। চর-থাপ্পড় মারার কারণে ওইদিন আমি বিদ্যালয়ে যাইনি। এরই মধ্যে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। প্রতিবাদে শনিবার দুপুরে শিক্ষার্থীরা ক্রীড়ানুষ্ঠানের বাকি ইভেন্ট বর্জন ও কিছু পুরস্কার ভাঙচুর করে। মোস্তফা কামাল বলেন, ‘আমি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি। দাওয়াতপত্রে প্রিন্টিং ভুলের কারণে প্রধান শিক্ষককে কিছু কথা বলা হয়েছে। কেউ তাকে চর-থাপ্পড় মারেনি।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনে প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরার্মশ দিয়েছি।’ ইউওএনও  আব্দুল আউয়াল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর