সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হবিগঞ্জে আট বাস ভাঙচুর ৫ ঘণ্টা সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পরিবহন শ্রমিকদের দুটি সংগঠনের দ্বন্দ্বের জেরে এক পক্ষ গতকাল আটটি বাস ভাঙচুর করেছে। প্রতিবাদে বাস শ্রমিকরা প্রায় পাঁচ ঘণ্টা হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই সড়কে যাতায়াতকারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। বাস ভাঙচুরের অভিযোগে দুই ইজিবাইক শ্রমিককে আটক করছে পুলিশ।

বাস শ্রমিকরা জানান, রবিবার সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে চলাচলকারী অবৈধ ইজিবাইক শ্রমিকরা আটটি বাস ভাঙচুর করে। এতে ক্ষুব্ধ হয়ে তারা বেলা ১১টায় সড়কের উপর বাস এলোমেলোভাবে রেখে অবরোধ সৃষ্টি করে। বিকাল ৪টায় বানিয়াচং থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বাস ভাঙচুরের ঘটনার বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এর পরপরই পুলিশ ধন মিয়া ও আব্দুল আউয়াল নামে দুজনকে আটক করে। ইমামবাড়ি টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মতিউর রহমান জানান, এর আগে বাস শ্রমিকরা ইজিবাইক ভাঙচুর ও চালকদের নির্যাতন করেছেন। এর প্রতিবাদে কয়েকদিন ধরে ইজিবাইক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। 

সর্বশেষ খবর