সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

স্ত্রীর বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

স্ত্রীর করা ‘মিথ্যা’ মামলায় জেল খাটা এবং প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বামী আতাউর রহমান। রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গতকাল মানববন্ধন করে প্রধানমন্ত্রীর কাছে তিনি এ দাবি জানান। একই সঙ্গে ‘পুরুষ নির্যাতন’ আইন করার কথাও বলেন তিনি। আতাউর রহমান ঢাকা জজ কোর্টের একজন শিক্ষানবিস আইনজীবী। আতাউর রহমান বলেন, ‘সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। দেশে নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই। আমি পুরুষ নির্যাতন আইন করার দাবি করছি।’ তিনি জানান— আমি বিনা কারণে ১২৬ দিন জেল খেটেছি, চাকরি হারিয়েছি। সম্মানহানি ঘটেছে আমার। এসব ঘটনার আমি বিচার চাই। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৫ লাখ টাকা ফেরত পাওয়ার যাতে ব্যবস্থা করা হয় সে দাবিও জানাচ্ছি।

সর্বশেষ খবর