সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ইক্ষু খামারের ঘটনা

জামিন পেলেন ৩১ সাঁওতাল

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ৩১ সাঁওতালের জামিন হয়েছে। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এস এম তাসকিনুল হক এ জামিন মঞ্জুর করেন।

গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, এর আগে সাঁওতালরা অ্যাডভোকেট আবদুর রশিদের মাধ্যমে সশরীরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ চন্দ্র বাদী হয়ে ভগন মার্ডি, নগেন, কিষান মার্ডি, রোসেন মার্ডিসহ ৪২ জন নামীয় ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর