সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৯০ বছর পর স্বপ্ন পূরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ‘সা’দত কলেজ থেকে সখীপুরের ডিগ্রি, অনার্স ও মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি কলেজ বাস দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। কলেজ প্রতিষ্ঠার ৯০ বছর পর হাজার হাজার শিক্ষার্থীদের সেই স্বপ্নের দুটি কলেজ বাস চালু হলো।

রবিবার বিকেলে সখীপুর পৌরসভার মাঠে এ কলেজবাস চলাচলের উদ্বোধন করেন সরকারি ‘সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম। বক্তব্য রাখেন, সরকারি ‘সা’দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রফিকুল ইসলাম, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান শরিফ পান্না, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য মিলন মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর