শিরোনাম
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নালিতাবাড়ীতে ৮২ জনের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ৮২ জন আবেদনকারীর মধ্য থেকে ছয় সদস্যের কমিটি দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করে চারজনের ব্যাপারে সর্বসম্মতিতে একমত হয়েছেন বলে জানা গেছে। উপজেলা যাচাই-বাছাই কমিটি সূত্রে জানা গেছে, উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে নতুন অনলাইনে ৫৯ জন, সরাসরি ১০ জন, গেজেটভুক্ত ১২ জন আবেদন করেন। আত্মসমর্পণকারী অভিযুক্ত একজনসহ মোট ৮২ জনের যাচাই-বাছাই করা হয়। কমিটি সাক্ষাৎকার গ্রহণ শেষে চারজন মুক্তিযোদ্ধার ব্যাপারে সর্বসম্মতিক্রমে একমত হয়েছেন। এ ছাড়াও অনলাইনে আবেদনকারী আটজন এবং গেজেটভুক্ত দুজনের ব্যাপারে দ্বিধাবিভক্ত তালিকা করা হয়েছে। আর ১৪ জন মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগের ভিত্তিতে আত্মসমর্পণকারী হিসেবে অভিযুক্ত মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাব উদ্দিনের ব্যাপারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে। বর্তমানে উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে ২৮০ জন রয়েছেন। ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, আমরা সব তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাব। চূড়ান্ত তালিকা মন্ত্রণালয় প্রকাশ করবে।

সর্বশেষ খবর