শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মহেশপুরে চাঁদার টাকা আত্মসাৎ, ক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সদ্য অনুষ্ঠিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের নির্দেশে ৭ লাখ টাকা চাঁদা আদায় করে নামমাত্র খরচ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঁদার টাকা আত্মসাৎ করায় ওই সব প্রতিষ্ঠান ও মহেশপুরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তারা এখন উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন সরকারিভাবে বরাদ্দ পেয়ে থাকে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মহেশপুর রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতি থেকে ২০ হাজার, ইউনিয়ন তহশিল অফিসের মাধ্যমে ২৪টি ইটভাটা থেকে ১ লাখ ২০ হাজার, ৩০টি ’স মিল থেকে ৬০ হাজার, ৬০টি চাতাল থেকে ১ লাখ ২০ হাজার টাকা, ৫০টি হাট-বাজার থেকে ১ লাখ টাকা, উপজেলা মাধ্যমিক অফিসের মাধ্যমে চাঁদার টাকার জন্য চিঠি ইস্যু করে ৫টি কলেজ, ১৫টি মাদ্রাসা ও ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে সাড়ে ২৬ হাজার টাকা আদায় করেছেন বলে উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, ইটভাটা মালিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক আবদুর রহমান, মহেশপুরের ’স মিল মালিক আশাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল বারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মজিদ স্বীকার করেছেন। এভাবে সাড়ে ৭ লাখ টাকা আদায় করে মাত্র ৫০ হাজার টাকা খরচ করা হয়েছে। অভিযোগে ঘটনায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি জানতে পারি উপজেলা ভূমি অফিসের কিছু লোক আমার নাম ভাঙিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা উঠাচ্ছিল। ওই সময় আমি নিজে অবগত হয়ে তা প্রতিহত করি। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা সত্য নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর