শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জয়া সেনের বিজয়ে ভাঙ্গাবাসী খুশি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

জয়া সেনের বিজয়ে ভাঙ্গাবাসী খুশি

ভাঙ্গার মেয়ে জয়া বসু রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্তকে বিয়ে করে হয়ে যান জয়া সেন। শৈশব, কৈশর ও যৌবনের কিছুটা সময় ভাঙ্গায় কেটেছে আজকের সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনের। পিতা গুরুদাস বসু ভাঙ্গার সহকারী জজ আদালতের আইনজীবী ছিলেন। ভাই বামন দাস বসু ভাঙ্গা হাই স্কুলের কৃতী ছাত্র ছিলেন। বর্তমানে নাসার বিজ্ঞানী। জয়া সেনের পৈতৃক বাড়ি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামে। এ বাড়িতে কেটেছে তার জীবনের অনেকটা সময়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর শেষে কর্মজীবনে তিনি ভাঙ্গায় ফিরে আসেন। ভাঙ্গা কলেজে বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেশ কয়েক বছর। শিক্ষক হিসেবে সুনামও কুড়িয়েছেন। গ্রামে এখনো বাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মালিগ্রাম আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী কালু দাস। গত বৃহস্পতিবার উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার খবর শুনে ভাঙ্গাবাসী গর্বিত। ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী অনিল চন্দ্র মরন বলেন, আমরা গর্বিত যে আমাদের মেয়ে আজ সুনামগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মালিগ্রাম আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ বলেন, আমরা খুশি যে আমাদের গ্রামের মেয়ে জয়া সেন আজ সংসদ সদস্য। উনি গ্রামের খোঁজ-খবর রাখেন। কয়েক বছর আগে আমার স্কুলেও এসেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর