শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সুন্দরবনের বনদস্যু ছোট রাজু বাহিনীর ১৫ সদস্য কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

বনদস্যু ছোট রাজু বাহিনীর ১৫ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছিফ আকরাম তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। র‌্যাব-৮ এর ডিএডি সৈয়াদুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ছোট রাজু বাহিনীর ১৫ সদস্যের নামে মংলা থানায় দস্যুতা ও অস্ত্র আইনে মামলা করেন। গতকাল ওই মামলায় বনদস্যুদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বৃহস্পতিবার রূপাতলীতে ছোট রাজু বাহিনীর ১৫ সদস্য স্বাভাবিক জীবনে ফিরতে মোট ২১টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার ২৩৭ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান কামালের হাতে জমা দিয়ে আত্মসমর্পণ করেন। বিশাল সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার উপকূলবর্তী মানুষ প্রতিনিয়তই বনদস্যু বা জলদস্যুদের আক্রমণের শিকার হয়। সুন্দরবনসহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় বনদস্যু, জলদস্যুদের দমনের লক্ষ্যে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে একটি টাস্কফোর্স কাজ করছে। র‌্যাব সুন্দরবন এলাকায় জলদস্যু ও বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে ১০টি বাহিনীর আত্মসমর্পণের পর বনদস্যুদের তৎপরতা কমে এসেছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়।

সর্বশেষ খবর