শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিলেটে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

সিলেটে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া নড়াইলে গৃহবধূ, নোয়াখালীতে এক নারী ও ফরিদপুরের ভাঙ্গায় এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— সিলেট মহানগরীর এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে একদল যুবক। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডন হাসান (২৭) নামে ওই ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। সিলেট নগরীর কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, কয়েক মাস আগে ওসমানী হাসপাতালের আবু সিনা ছাত্রাবাসের সামনে একটি হত্যাকাণ্ড ঘটে। ডন হাসান ওই ঘটনার চার্জশিটভুক্ত আসামি। নড়াইল : জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের কচুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রুমী বেগম (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। এ সময় গৃহকর্তা বাবুল শেখকেও (২৯) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মনিজা খাতুন (৬০) নামে এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এ সময় ছেলে, মেয়ে ও ছেলের বৌসহ চারজনকে কুপিয়ে আহত করা হয়। ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গা বাজারের ব্যবসায়ী ও ‘বিকাশ মুদি ভাণ্ডারের’ স্বত্বাধিকারী বিকাশ চন্দ্র সাহাকে (৪০) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তার লাশ উদ্ধার করে। বিকাশ ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী মহল্লার মৃত গোলক চন্দ্র সাহার ছেলে। বিকাশের বড় ভাই উত্তম চন্দ্র সাহা গতকাল ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ হোসেন বলেন, বিকাশ সাহাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর