শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবলের আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রে পুলিশ কনস্টেবল তুষারকান্তি দে নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বেলা সোয়া ১১টার দিকে তদন্ত কেন্দ্রের ভিতরেই ২৬ বছর বয়সী এই পুলিশ সদস্য নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করেন বলে জানান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ওসি তৌহিদুল কবির। তুষার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার রহমতনগর এলাকার মৃণালকান্তি দের ছেলে। ওসি কবির বলেন, তুষার কিছু দিন আগে ঘুমধুম তদন্ত কেন্দ্রে যোগ দেন। সেখানে যাওয়ার সময় থেকে তাকে বেশ বিষণ্ন দেখাচ্ছিল। প্রত্যক্ষদর্শী সহকর্মীদের বরাতে ওসি কবির বলেন, তুষার পারিবারিক কোনো ঘটনায় হতাশায় ভুগছিলেন। গতকাল সকালে আকস্মিকভাবে নিজের রাইফেল মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপে দেন। গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বান্দরবানের লামা সার্কেলের এএসপি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ‘শুনেছি তিনি হতাশায় ভুগছিলেন। গতকাল আকস্মিকভাবে নিজের সার্ভিসের রাইফেল মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপে দেন।’ তুষারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ। তিনি বলেন, তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর