শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সোনাইমুড়ীতে বিদ্যুৎহীন কোনো ঘর থাকবে না

--------- এইচ এম ইব্রাহীম

নোয়াখালী প্রতিনিধি

সোনাইমুড়ীতে বিদ্যুৎহীন কোনো ঘর থাকবে না

বিদ্যুেতর জন্য জনগণকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। এখন সরকার পাবলিসিটি করে বিদ্যুৎ দিচ্ছে। ভবিষ্যতে সোনাইমুড়ী- চাটখিলে বিদ্যুত্হীন কোনো ঘর থাকবে না। সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহাবিদ্যালয় মিলনায়তনে গতকাল বিকালে সরকারি ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এ কথা বলেন। অনুষ্ঠানে জয়াগ মহাবিদ্যালয় সভাপতি ফারুকুর রহমানের সভাপতিত্বে জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম কিং মোজ্জামেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মাস্টার,  চাটখিল উপজেলা আওয়ামী লীগ ত্রাণবিষয়ক সম্পাদক মো. বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু মহসিন, উপজেলা ছাত্রলীগ দেলোয়ার হোসেন সুজন, ইয়াছিন ভূঁইয়া, এসএম তৌহিদ হাজারী, জেলা পরিষদ মহিলা সদস্য নারগিস আক্তার নাজমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, মহিলা আওয়ামী লীগ নেত্রী রশিদা ইসলাম লাকিসহ ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর