শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভালুকায় গত চার মাসে ৪৯ জনের প্রাণহানি

ময়মনসিংহ ও ভালুকা প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ ফোর লেনে উন্নীত হলেও শুধুমাত্র ভালুকায়ই গত চারমাসে ঝরে গেছে ৩৯টি প্রাণ। ৩৩টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে শতাধিক। সবশেষ গত শুক্রবার উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ট্রাক উল্টে নারী ও শিশুসহ নিহত হন ১০ জন। থানা সূত্রে জানা গেছে, ৩৩ টি দুর্ঘটনা ঘটলেও মামলা হয়েছে ২৮টি।

স্থানীয়রা বলছেন, গাড়ির বেপোরোয়া গতি, চালকের অসাবধানতা এবং ফোর লেন খোঁড়াখুঁড়ি করার কারণেই লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ময়মনসিংহ-ঢাকা মহাসড়ককে ফোর লেন উন্নীত করলেও পুন. নির্মাণ কাজ চলছে। সড়কের মাঝখানে কেটে গর্ত সৃষ্টি করে রাখা হয়েছে। আবার কোথাও একই লেনে বিপরীত দিক থেকে আসা গাড়ি সংঘর্ষ ঘটে দুর্ঘটনা ঘটছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নবাসীর মতে, এসব দুর্ঘটনায় বেশিরভাগই এনা গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। পঙ্গু হয়েছে শতাধিক মানুষ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেও গাড়ি উপরে তুলে দিয়ে পিষ্ট করে চলে যাচ্ছে এই যাত্রীবাহী বাসগুলো। স্থানীয় এশটি স্কুলে শিক্ষক সাইফুল ইসলাম জানান, এই মহাসড়ক দিয়েই স্কুল-কলেজের শতাধিক ছাত্র/ছাত্রী প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছে। ভালুকা এ্যাপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ এ আর শামসুর রহমান জানান, স্বল্প সময়ের মধ্যে এখানে একাধিক দুর্ঘটনায় আমরা মর্মাহত। বিশেষ করে কয়েকটি শিশুর মৃত্যুতে আমরা ভালুকাবাসী বাকরুদ্ধ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরারজী দেশাই বর্মন বলেন, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা মাসুদ খান জানান, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কটি চারলেনের প্রজেক্টের তত্ত্বাবধানে রয়েছে। রাস্তায় খোঁড়াখুঁড়ির বিষয়টি আমাদের দেখভালের দায়িত্ব নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর