শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডুয়েট সিভিল ইঞ্জিনিয়ারদের প্রথম কনভেনশন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কনভেনশন ও পুনর্মিলনী গতকাল গাজীপুরের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সকালে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য দেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী গাজী মো. আলতাফুজ্জামান, বসুন্ধরার কর্মকর্তা সরোজ কুমার বড়ুয়া প্রমুখ।

টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. মো. শামীম জেড বসুনিয়া ও ডুয়েটের অধ্যাপক ড. মো. শওকত ওসমান। অনুষ্ঠানে গ্র্যাজুয়েট, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার হাজার অতিথির সম্মিলন ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর