শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্বামীর অপরাধে শিশুসহ স্ত্রীকে নিয়ে গেল পুলিশ

ধামরাই প্রতিনিধি

স্বামীর অপরাধে শিশুসহ স্ত্রীকে নিয়ে গেল পুলিশ

আটক হাসিনা বেগম, কোলে শিশু কন্যা

ঢাকার ধামরাইয়ে স্বামীর  চোলাই মদ  তৈরি ও বিক্রির অভিযোগে আড়াই বছরের শিশু কন্যাসহ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গেল দারোগা সাইফুল ইসলাম। শুক্রবার তিনি নিজেই বাদী হয়ে আড়াই লিটার চোলাই মদ উদ্ধার দেখিয়ে আদালতে পাঠিয়েছে তাদের। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এ সময় মায়ের কোলে থাকা শিশুর কান্নায় আকাশ ভারি হয়ে উঠেছিল। তাদের এ দৃশ্য দেখে অনেকের চোখে পানিও ঝরেছে।  জানা গেছে, গত বৃহস্পতিবার সুয়াপুরের ভাদাইল গ্রামের নাছির উদ্দিনের ঘরে প্রায় আড়াই লিটার চোলাই মদ উদ্ধার করে স্থানীয় দফাদার আবদুর রহিম। এ সময় তাকে না পেয়ে তার স্ত্রী হাসিনা বেগমকে আটক করে। কোলে থাকা তার আড়াই বছরের ফুটফুটে শিশুটি ভয় ও আতঙ্কে মায়ের গলা আঁকড়ে ধরেছিল। পরে ধামরাই থানার এসআই সাইফুল ইসলাম কলসির মধ্যে মদ উদ্ধার দেখিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শুক্রবার আদালতে পাঠানো হয় তাদের। আটক হাসিনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামী মাঝে মধ্যে চোলাই মদ তৈরি করে নিজে খায় ও বিক্রি করে। আমি বাধা দিলে আমাকে মারপিট করে। আমি অসহ্য হয়ে থানায় একটি জিডিও করেছি। কিন্তু পুলিশ ওই সময় আমাকে সহযোগিতা করেনি। আজ আমার স্বামীর অপরাধে আমাকে ও আমার নিষ্পাপ শিশুকে শাস্তি পেতে হচ্ছে।

ধামরাই থানার এসআই সাইফুল ইসলাম হাসিনাকে আদালতে পাঠানোর কথা স্বীকার করে জানান,তার শিশুটি সঙ্গে আছে কিনা তা আমি জানি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর