শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

সাভার প্রতিনিধি

আশুলিয়ার গকুলনগর এলাকার মাদারটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর রহমানের বিরুদ্ধ ঘুষ নিয়ে অফিস সহকারী (কম্পিউটার অপারেটর) পদে এক অনভিজ্ঞ লোককে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা বোর্ডে উপস্থিত থাকা স্কুলের ম্যানেজম্যান্ট কমিটির সদস্যরা এই অভিযোগ করেন। সুত্র জানায়, গত মাসে সাভারের গকুলনগর এলাকায় মাদারটেক উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী পদে স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ওই পদে চাকরির জন্য ৭ জন আবেদন করেন। আবেদনের পর লিখিত পরীক্ষা শেষে সাভার উপজেলা শিক্ষা অফিসে মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা বোর্ডে শিক্ষা কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজমেন্ট কমিটি সদস্যদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের মৌখিক প্রশ্ন করা হয়। মৌখিক পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর না দিতে পারলেও ওই স্কুলের প্রধান শিক্ষক ইমরান নামের এক পরীক্ষার্থীর পক্ষে ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের স্বাক্ষর দেওয়ার জন্য বলেন। এ সময় ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা একজন অনভিজ্ঞ পরীক্ষার্থীর পক্ষে স্বাক্ষর না করে পরীক্ষা বোর্ড থেকে বের হয়ে চলে আসেন। সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, তিনজনকে প্রাথমিক বাছাই করা হয়েছে।

স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে  আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিমকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে। এ কারণে বর্তমানে নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে বলেও জানান ইউএনও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর