শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
বগুড়ায় ওসির আত্মহত্যা

দ্বিতীয় স্ত্রী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলী থানার ওসি আব্দুল্লাহ আল হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় তার সাবেক দ্বিতীয় স্ত্রী রুমানা আকতার মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম এ আদেশ দেন। বুধবার বগুড়ার গাবতলী মডেল থানার ওসির  ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। কয়েক বছর আগে হাসানের সঙ্গে মিতুর বিচ্ছেদ হয়েছে।

গাবতলী থানার পরির্দশক (তদন্ত) নুরুজ্জামান জানান, ওসি আব্দুল্লাহ আল হাসানের মৃত্যুর ঘটনায় বুধবার মিতুর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন প্রথম স্ত্রী সুলতানা রাজিয়া। ওই মামলায় বৃহস্পতিবার রাতে মিতু ও তার বাবা সাবেক সেনা সদস্য মোকছেদ আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে মিতুকে পাঁচ দিনের রিমান্ড ও তার বাবাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওসি হাসানকে মিতুর পাশাশাশি তার বাবা হুমকি ও আত্মহত্যার জন্য প্ররোচনা দিত দাবি করে পরিদর্শক নুরুজ্জামান বলেন, মিতুর সহযোগী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর