সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোকে নিয়ে বিভাগ ঘোষণা করা হবে। দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হবে। ফরিদপুর জেলাকে অর্থনৈতিক জোন হিসাবে ঘোষণা করা হবে। ফরিদপুর শহর বিএনপির আয়োজিত এক পদযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান পথসভায় সভাপতিত্ব করেন। —ফরিদপুর প্রতিনিধি

শিবগঞ্জে জামায়াতের ৪ নারী শূরা সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক এলাকা থেকে জামায়াতের চার মহিলা শূরা সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলো, জহুরা বেগম, রানী আরা বেগম, সাহিদা বেগম ও শুকতারা বেগম। শনিবার রাতে তাদের আটক করা হয় এবং গতকাল দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বাগেরহাটে আটক ৩৪ : বাগেরহাটে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে দুই ‘জঙ্গি’সহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ। ৯ উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার ভোরে এ অভিযান চালানো হয়।

—চাঁপাইনবাবগঞ্জ ও বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  বঙ্গেরবাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ। ঘটনা ঘটেছে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে। বিজিবি ও এলাকাবাসী জানান, পাটগ্রামের সরকারপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে মহির উদ্দিনসহ ১০/১২ জনের একটি দল মেইন পিলার ৩/৭ এর কাছে দিয়ে ভোরে গরু আনতে যায়। ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার আওতাধীন ২২ অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাকে ধরে নিয়ে যায়। —লালমনিরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর