সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিক্ষোভে মিলল প্রবেশপত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কোচিংয়ের টাকা না দেওয়ার অভিযোগে প্রবেশপত্র আটকে রাখায় নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভ হয়েছে। ওই সময় শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখলে অতিরিক্ত জেলা প্রশাসক গিয়ে তাকে উদ্ধার করে। পরে তিনি সবাইকে প্রবেশপত্র সরবরাহ করলে পরিস্থিতি শান্ত হয়। শহরের আমলাপাড়া এলাকার নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে গতকাল এ ঘটনা ঘটে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ‘রবিবার দুপুরে স্কুলের অষ্টম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়। প্রবেশপত্র নিতে শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর আগে স্কুলের অধ্যক্ষ শীতল চন্দ্র দের কক্ষের সামনে অপেক্ষা করে। অধ্যক্ষ কোচিং ক্লাসের টাকা পরিশোধ করা হলেই প্রবেশপত্র দেওয়া হবে অন্যথায় স্কুল থেকে চলে যাওয়ার নির্দেশ দেন।

সর্বশেষ খবর