সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কৃমিনাশক খেয়ে শত শত শিক্ষার্থী হাসপাতালে

প্রতিদিন ডেস্ক

কৃমিনাশক ওষুধ খেয়ে গতকাল দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শত শত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই ওষুধ খাওয়ার পর মাথা ঘোরা, পেট ব্যথা ও বমি শুরু হয়। তবে চিকিৎসকরা বলছেন, গুজব ও আতঙ্ক থেকে এ অবস্থা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—  মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির সানজিদা, খুশি, শাহাজাদি, ৭ম শ্রেণির রিমা, প্রত্যাশা, সুমনা, আফরোজা আক্তার, ৮ম শ্রেণির হালিমা, শামিমা আক্তার মৌ, মিম আক্তার, ৯ম শ্রেণির মাহুমুদা আক্তারসহ ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান জানান, বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৩০০ শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়, এর মধ্যে ৫৫ জনের মতো শিক্ষার্থী অসুস্থ হয় পড়ে। তিনি আরও জানান, আগেরদিন বিদ্যালয়ে নোটিস দিয়ে প্রত্যেককে পেট ভর্তি করে খেয়ে আসতে বলা হয়েছিল। গতকাল সকাল ৮টার দিকে সিভিল সার্জন অফিসের একজন স্বাস্থ্য কর্মীর উপস্থিতে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। শিক্ষার্থীদের ২ ঘণ্টা রুমের মধ্যে রেস্টে থাকতে বলা হয়। হঠাৎ সকাল ১১টার দিকে ছয়জন শিক্ষার্থী মাথা ধরাসহ বমি করে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর আরও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সবাইকে জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস বলেন, এটা মূলত মাস সাইকোসিস রোগে আক্রান্ত হওয়ার ঘটনা। এতে সাময়িক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কৃমিনাশক ওষুধ সেবনের আধা ঘণ্টা পর শিক্ষার্থীদের মধ্যে মাথা ঘোরা, পেট ব্যথা, বমিভাবসহ নানা উপসর্গ দেখা দেয়। গোপালগঞ্জের সিভিল সার্জন চৌধুরী শফিকুল আলম জানান, ওই বিদ্যালয়ে ১৭৪ শিক্ষার্থীকে ওষুধ খাওয়ানো হয়। তার মধ্যে ২৫ শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে মেডিকেল টিম পাঠানো হয়। এদের মধ্য থেকে ১৩ জনকে সদর হাসপাতালে নিয়ে এসে চিকৎসা দেওয়া হয়েছে। তারা সবাই এখন ভালো আছে। খালি পেটে কৃমির ওষুধ সেবন ও অসচেতনতার কারণে অল্প সময়ের জন্য এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। নড়াইল : কৃমিনাশক ওষুধ খেয়ে নড়াইলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সকালের দিকে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১১ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে অনেক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। কয়েকজন শিক্ষক জানান, ছাত্রছাত্রীদের সকালে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর পেট ব্যথা, বমিসহ অন্যান্য উপসর্গ দেখা দেয়।

সর্বশেষ খবর