সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে প্রাইভেট না পড়ায় জাসিয়া আক্তার (১১) নামের এক শিক্ষার্থীকে মারধর করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর প্রতিবাদ করায় তিনি ওই ছাত্রীর বাবাকেও লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জাসিয়া পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের আতিকুর রহমানের মেয়ে। হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, জাসিয়া রাজদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের কাছে প্রাইভেট পড়ত। সম্প্রতি আর্থিক সমস্যার কারণে সে প্রাইভেট পড়া বন্ধ করে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার বিকালে শ্রেণি কক্ষে জাসিয়াকে মারধর করে ওই শিক্ষক। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে মারধরের প্রতিবাদ করায় জাসিয়ার বাবা আতিকুর রহমানকে মারধর করেছে ওই শিক্ষক। ইউএনও শরীফুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বিদ্যালয় পরিদর্শন করে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শিক্ষার্থীর মা আফরোজা বেগম বলেন, প্রাইভেট পড়া বন্ধ করায় প্রধান শিক্ষক তার মেয়েকে মারধর করেছে। এর প্রতিবাদ করায় ওই শিক্ষক তার স্বামীকেও মারধর করেছে। তবে অভিযুক্ত শিক্ষক সরোয়ার হোসেন তার বিরুদ্ধে ওই অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ওই ছাত্রীকে যে নির্যাতন করা হয়েছে, তা অমানবিক।

সর্বশেষ খবর