সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

১০ টাকা কেজির চাল বিক্রি ডিলারশিপ বাতিল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩৯০ কেজি চাল কালোবাজারে বিক্রি চেষ্টার অভিযোগে তাসলিমা খাতুন নামের এক নারী ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করা হয়েছে।

গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল এ তথ্য জানান। জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চালের জন্য ১ হাজার ৪৬৫ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়। চাল বিক্রির জন্য ডিলার রয়েছেন ২ জন। এর মধ্যে খাটিয়ামারী বাজারের ডিলার বলারবাড়ি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন ১৩টি ভুয়া কার্ডের অনুকূলে ৩৯০ কেজি চাল নিজের গুদামে মজুদ রাখেন। পরে শনিবার বিকালে চাল গুদাম থেকে পাচারের চেষ্টাকালে তাসলিমা খাতুনকে আটক         করে স্থানীয়রা।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চালগুলো জব্দ ও গুদাম সিলগালা করেন এবং তাসলিমার ডিলারশিপ বাতিল করেন। ইউএনও রাজিয়া সুলতানা বলেন, তাসলিমার ডিলারশিপ বাতিলসহ ৩৯০ কেজি চালের দ্বিগুণ মূল্য সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত চাল নিলামে বিক্রি করা হবে।

সর্বশেষ খবর