সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

দণ্ডপ্রাপ্ত ২০ ছাত্রদল যুবদল নেতা-কর্মীর আত্মসমর্পণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতা-কর্মী রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুব তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৫ এপ্রিল ওই মামলায় ২৫ নেতা-কর্মীকে ৫ বছর করে কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে হাজির ছিলেন না। আসামিদের গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ শুরু হবে বলেও আদালত নির্দেশনা দিয়েছিল। তাই জামিনের আবেদনসহ রবিবার দণ্ডপ্রাপ্তরা আদালতে আত্মসমর্পণ করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্যতম- গোবিন্দগঞ্জ  উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোকাদ্দেম হোসেন সজল, সাধারণ সম্পাদক কাজী এহসানুল কবীর রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন প্রধান, যুগ্ম আহবায়ক আবদুল মোন্নাফ চৌধুরী, পৌর যুবদলের সভাপতি লিপন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেবাশিষ কুমার চাকী, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মণ্ডল, ছাত্র নেতা জিটু মিয়া ও পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, আত্মসমর্পণ করে আসামিরা জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান। তিনি বলেন, এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।

সর্বশেষ খবর