সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা
ম্যাটস্ শিক্ষার্থীদের ওপর হামলা

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ম্যাটস্) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি হয়েছে। এ সময় মানববন্ধনকারীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। গত ২৬ এপ্রিল ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ঢাকাসহ নোয়াখালী, বাগেরহাট, রাজশাহী, বগুড়া ও টাঙ্গাইলে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন মশিউর রহমান, আকাশ, রায়হান, রাকিব প্রমুখ। বক্তৃতা করেন বিপ্লব সিকদার। নরসিংদী : দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে হোসাইন আহম্মেদ রিপনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন— তুষার, মোসাব্বির রহমান, নাসির হোসেন, পরিতোষ, ইব্রাহিম, আব্বাস, মোর্শেদ, নাহিদা আক্তার প্রমুখ। নোয়াখালী : দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আর এইচ রিফাত। উপস্থিত ছিলেন, দাউদুল ইসলাম শিমুল, হুমাইরা নাসরিন রিমা, ডা. রনি, ডা. আক্তার উদ্দিন, জয়দেব ভৌমিক প্রমুখ। টাঙ্গাইল : দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. আমিনুল ইসলাম, শুভ কুমার বিশ্বাস প্রমুখ। মাগুরা : সকালে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন- আল তুরাবী, মিশুক মোল্যা, সামিয়া খাতুন প্রমুখ।

সর্বশেষ খবর