সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

এক পলক

কুপিয়ে জখম

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা হয়েছে সাবেক পুলিশ পরিদর্শক ও মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনকে (৭৫)। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোহবার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চান্দ্রা গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে মামলা হয়েছে। —ভাঙ্গা প্রতিনিধি

অচেতন করে লুট

বরিশালের আগৈলঝাড়ায় একই রাতে দুই পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার জোবারপাড় গ্রামের অসীম ও অজিত হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তারা হলেন- অসীম হালদার, তার স্ত্রী প্রতিমা, মেয়ে পৃথী, অজিত হালদার, তার মা রেখা রানী ও স্ত্রী মুক্তা রানী। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কর্মিসভা

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন যুবলীগের কর্মিসভা গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল বাকী শামীমের সভাপতিত্বে এ কর্মিসভা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বাযক গাজী দোলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফজাল সরকার (টিপু) যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

—দাউদকান্দি প্রতিনিধি

কৃষক লীগের সম্মেলন

শেরপুর জেলার শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রীবর্দী উপজেলায় মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম তালুকদারকে সভাপতি ও মো. বনিজ উদ্দিন বনিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অপরদিকে শুক্রবার ঝিনাইগাতি উপজেলা কৃষক লীগের সম্মেলন হয়েছে। সম্মেলনে সাহাবদ্দিন সাজু সভাপতি ও জয়নাল আবেদিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। উভয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল কাদের। —শেরপুর প্রতিনিধি

গাছের সঙ্গে শক্রতা

নওগাঁর সাপাহারে এক কৃষকের আমবাগানের প্রায় দেড় শতাধিক ফলন্ত বিভিন্ন প্রজাতির আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক মজিবুর রহমানের বাগানের গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। —নওগাঁ প্রতিনিধি

ইউএনওর বিরুদ্ধে মেয়রের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র আবদুর রশিদ খান। গতকাল মহেশপুর পৌর সম্মেলন কক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, ইউএনও ইচ্ছামতো কর্মজীবী ল্যাকটিটিং মাদার সহায়তা তহবিলের আওতায় ভাতাভোগী নির্বাচনে এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের তালিকা তৈরি করার নামে ডেকে এনে অশালীন ও অশোভন আচরণ করছেন। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

—ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর