সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

শিশু সদনে শিক্ষকের প্রহারে শিশু আহত

মায়ের বিচার দাবি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সরকারি শিশু সদনে এক ষষ্ঠ শ্রেণির শিশুকে বেধরক পিটিয়ে আহত করেছেন শিশু সদনে কর্মরত বড় ভাইয়া। চার দিন পর এ ঘটনার বিচার দাবি করলে শিশুর মা ও স্বজনদের গালমন্দ করে তাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। শিশু সদনে মোবাইল নিষিদ্ধ থাকলেও আহত শিশু শহিদুল গোপনে মোবাইল ব্যবহার করত এমন সংবাদ পেয়ে সদনের বড় ভাই মোবাইল আটক করে শহিদুলকে লোহার পাত দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। খবর পেয়ে শহিদুলের মা সাহিদা বেগম শিশু সদনে এসে তাকে বাড়ি নিয়ে হাসপাতালে ভর্তি করে। চার দিন পর তার ছেলেকে সদনে নিয়ে এলে এ ঘটনা ঘটায় সদনের ব্রাদার (বড় ভাই) জসিম উদ্দীন। গত বৃহস্পতিবার রাতে শিশু পরিবারের বড়ভাইয়া পদের কর্মচারী জসিম উদ্দিন শহিদুলকে তুচ্ছ ঘটনায় বেধরক পিটিয়ে আহত করে। পরে এ বিষয়টি স্থানীয় সাংবাদিকরা জানতে পেরে শিশু পরিবার সরেজমিনে যায়। সাংবাদিকরা বিষয়টি জানান জেলা প্রশাসককেও।

সর্বশেষ খবর