সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী শপথ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মাদক ও জঙ্গিবাদবিরোধী শপথ করেছে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রবিবার বিকালে স্কুলটির মিলনায়তনে জেলার পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা, জঙ্গিবাদ ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা সভায় এ শপথ করেন স্কুলটির শিক্ষার্থীরা। শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ পিপিএম। নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক একেএম শরফুদ্দিন, স্কুলটির শিক্ষক গোলাম মোস্তফা ভূইয়া, শিক্ষার্থী জেবা রহমান। সভায় সড়ক দুর্ঘটনা, জঙ্গিবাদ ও মাদকের কুফল সম্পর্কে বেশ কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সভায় মো. আব্দুর রশিদ বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা হচ্ছে সবচেয়ে মহাদুর্যোগ। অন্যান্য যেকোন প্রাকৃতি দুর্যোগের চেয়ে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা যায় ও সবচেয়ে বেশি সম্পদের ক্ষতি হয়। জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, যারা ভুল বুঝে জঙ্গিবাদে জড়াচ্ছে তারা আমাদেরই সন্তান। তাই তাদের সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে। স্কুলটির শিক্ষক গোলাম মোস্তফা ভূইয়া বলেন, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং না থাকায় রাস্তা পারাপারে শিক্ষার্থীদের অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ খবর