শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

তিন কাস্টমস কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিজভী আহমেদসহ অপর দুই রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এক রোগীর সর্বস্ব কেড়ে নিয়ে তাকে ভারতে রেখে আসার অভিযোগ রয়েছে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে। প্রত্যাহার হওয়া অপর দুই কাস্টমস কর্মকর্তা হলেন রাজস্ব কর্মকর্তা মজিবর রহমান ও সহকারী রাজস্ব কর্মকর্তা এবাদত হোসেন চৌধুরী। গত বৃহস্পতিবার বিকালে তাত্ক্ষণিক অবমুক্তকরণ (স্ট্যান্ড রিলিজ) আদেশে তাদের প্রত্যাহার করা হয়। প্রসঙ্গত, ৮ মে বাংলাদেশ প্রতিদিনে ‘বন্দরে রোগীর সর্বস্ব কেড়ে নিলেন রাজস্ব কর্মকর্তা!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে মজিবর রহমান ও এবাদত হোসেন চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশি মামুনুর রশীদ চৌধুরী নামের এক ডায়াবেটিকস ও থাইরয়েড রোগীর কাছে থাকা ভারতীয় ২ লাখ ২৭ হাজার ৯২০ রুপি ও একটি স্মার্টফোন কেড়ে নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই রিজভী আহমেদসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ খবর