শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

শীর্ষ দুটি পদে পছন্দের প্রার্থী নিয়োগের পাঁয়তারা

নেসারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেসারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পছন্দের লোক নিয়োগ দিতে কলেজ পরিচালনা পর্ষদ নানা অনিয়মের আশ্রয় নিচ্ছে বলে দাবি নিয়োগ প্রত্যাশীদের। এমনকি অধ্যক্ষ পদে প্রার্থী হওয়া একজন নিয়োগ প্রক্রিয়া দেখভাল করছেন বলেও জানা গেছে।

জানা যায়, নেসারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে ২০১৬ সালের ১১ জুলাই নিয়োগপরীক্ষা অনুষ্ঠিত হয়। বিধি মতে পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ডিজির দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেই পরীক্ষার ফল প্রকাশ না করে গত ১৯ মে একই পদে আবার পত্রিকায় নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞতিতে পুনঃনিয়োগ বা আগের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। প্রথম নিয়োগপরীক্ষায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকদের অভিযোগ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি একেএম আউয়াল। কলেজের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললে তার রোষানলে পড়তে হয়। এ কারণে নিয়োগ নিয়ে অনিয়ম হলেও চুপ থাকা ছাড়া কিছু করার নেই। নিয়োগপ্রত্যাশী একাধিক শিক্ষক অভিযোগ করেন, কলেজের প্রভাষক শওকত আকবর অধ্যক্ষ পদে এবং রাজবাড়ি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম উপাধ্যক্ষ পদে সভাপতির মনোনীত। এ দুজনকে নিয়োগ দিতেই বিধি উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রথম নিয়োগ পরীক্ষায় উপস্থিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওলিউল্লাহ বলেন, ‘ওই পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ফল কলেজ সভাপতির কথামতো খামবন্ধ করে কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়ে এসেছি। এরপর কি হয়েছে জানি না।’ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দাস জানান, তিনি গত মে মাসে দায়িত্ব পেয়েছেন। আগের পরীক্ষা কেন বাতিল করা হলো বা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে কথা বলার জন্য কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এমপি আউয়ালের মোবাইল ফোনে কল করা হলে অন্য একজন রিসিভ করেন। পরিচয় শুনে তিনি বলেন এমপি জরুরি মিটিংয়ে আছেন, কথা বলা যাবে না।

সর্বশেষ খবর